Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

মানুষের শব্দার্থ / শুভ্র সরকার

একটা ফুলফোটার শব্দ তুমি জামার বোতামঘরে লুকিয়ে রাখো। 
আর মুখস্থ অঙ্কের মতো আমি ভুলে যাই মানুষের শব্দার্থ।

সন্ধ্যাঝোপে ধ্বনিত হয় অভিজ্ঞ অন্ধকার
দিগন্তরেখায় চেয়ে থাকে মেঘধুলো।

অনভ্যস্ততায় বিদার হয়ে যায় ধূলোর স্নান; পাখির বাগান।
যেমন পালকের অবয়বে হারিয়ে যায় উড়ান।

অলীক হাওয়ার তোড়ে হারিয়ে ফেলি আত্মার ঘ্রাণ।

আর নিলীন ধুলোর অবয়ব উড়িয়ে দিলে পথের নিশানা।
দীর্ঘকাল হেঁটেও মানুষ নিজের কাছে পৌঁছাতে পারে না।



অলঙ্করণ-সঞ্জীব



কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.