Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

দুটি কবিতা / মানস চক্রবর্তী, সায়ন্তন সেন

উল্কাপাত
মানস চক্রবর্তী

স্রোতের বিপরীতে সাঁতরানোর
আনন্দই আলাদা
সবাই পারেনা, কেউ কেউ পারে।

যারা বৃষ্টিতে ভেজে
তাদের কাছে জেনে নিও
সেই অনুভূতির স্বাদ কেমন।

সবাই কেড়ে খেতে পারে না
ছিনিয়ে নিতে পারে না
যারা পারেনা তাদের কাছেই
সুযোগ এসে ধরা দেয় বারবার।


  অন্তরের আলো নিভে গেলে
  নেমে আসে সন্ধা, ঘনায় অন্ধকার
  তারপর তারা খসে, শুরু হয় উল্কাপাত।



উড়ান
সায়ন্তন সেন

ঘাস ছিঁড়ে সোজা উঠে যাচ্ছি আকাশে

গালে এবড়ো খেবড়ো দাড়ি, মাথায় কাদা, জল-কাদা

হাতে কম্পাস, বিষ দাঁত

খুঁজছি যা কিছু তা প্লেন থেকে হাত বাড়ালে পাওয়া যায় না

শুধু মেঘ, তুমি, তাকিয়ে আছো আমার দিকে

আস্ত ঘাস, কাদা, দূরের ক্ষুদ্রাতিক্ষুদ্র মানুষ গুলো
রিয়ার ভিউ মিররের মধ্যে দিয়ে সরে যাচ্ছে পেছনে,
তুমি যাচ্ছ, আমি যাচ্ছি,
আমরা সবাই যাচ্ছি আকাশে,
একের থেকে দূরে, বহুদূরে

আর হাতের মুঠোয় ছেঁড়া ঘাসগুলো
ফিরে ফিরে দেখছে নীচে -
কাদাজল, জল-কাদা



অলঙ্করণ-সঞ্জীব 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.