Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

সাধারণ বোধ / সুপম রায়

বোধের কথা উঠেই আসে
সময় যখন খুব খারাপ আর ভুল হয়ে যায় বারংবার এক কাজে।

চলার গতি সবার থাকে
যে বলার সে বলেই যায়, উল্টো দিকে সইতে পারার লোক আছে।

সঠিক বন্ধু কম থাকে
বুঝতে পারলে বেশ ভালো নইলে কাটুক একলা জীবন একভাবে।

ভুল ছড়ালে ভুল বাড়ে
দামী জিনিস সব থাকুক । মৃত্যুকালে সঙ্গে তোমার কি যাবে?

ভাঙ্গার মতো সব থাকে
ব্যথারও তেমন বোধ আছে, তারও জানা হৃদয় ভাঙ্গলে খুব লাগে।

সাধারণ যার নেই বোধ
বাঁচার জন্য সেও লড়ে, যূপকাষ্ঠে গলায় না তার শিরটাকে।


অলঙ্করণ-সঞ্জীব

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.