দৃষ্টিবিভ্রম / জগন্নাথদেব মন্ডল
আজ আমি নেশাভাং করব না
এই মিথ্যে শব্দ গুলো ছুঁড়ে ফেললাম অজয়ের জলে
যেন টুংটাং শব্দ শুনলাম মুদ্রা ফেলার
যেন টুংটাং শব্দ শুনলাম মুদ্রা ফেলার
সিগারেট প্যাকেটের উপর বসে রইল ঘন ফড়িং
মদ-বোতলের অবিরাম ঠোকাঠুকিতে ছিটকে এল প্রতিবেশী কাচ
মদ-বোতলের অবিরাম ঠোকাঠুকিতে ছিটকে এল প্রতিবেশী কাচ
আমি তোমার নগ্নতার সামনে নতজানু হয়েছি
তুমি আমার উপরে উপগত হও
উপোষী বাঘিনীর মতো তুমি এগিয়ে এলে
এই ঘন জঙ্গলের পাতাশব্দ সাক্ষী থাকবে
আমাদের বিপরীত বিহারের
তুমি আমার উপরে উপগত হও
উপোষী বাঘিনীর মতো তুমি এগিয়ে এলে
এই ঘন জঙ্গলের পাতাশব্দ সাক্ষী থাকবে
আমাদের বিপরীত বিহারের
কিন্তু তোমাকে কেন
পুরনো বেশ্যাদের মতো লাগছে?
যেন আমাকে বলছ-
"এ বাবু বেশি টাকা দে,আমার সইয়ের পেটে শত্তুর এসেছে,খালাস করতে হবে"।
যেন আমাকে বলছ-
"এ বাবু বেশি টাকা দে,আমার সইয়ের পেটে শত্তুর এসেছে,খালাস করতে হবে"।
আমি পোষা খরগোশের মতো নেতিয়ে পড়লাম।
বাতাসে বেজে উঠল ভক্তিমূলক গান।
তোমার অতৃপ্ত নিশ্বাসে জঙ্গলে দাবানল শুরু হল।
বাতাসে বেজে উঠল ভক্তিমূলক গান।
তোমার অতৃপ্ত নিশ্বাসে জঙ্গলে দাবানল শুরু হল।
অলঙ্করণ-সঞ্জীব
কোন মন্তব্য নেই