Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

দুটি কবিতা / সৌমজিৎ আচার্য

হাইওয়ে তিন আর একটা কালো বেড়াল

রাতে এরকম হয়,
তোমার ডোরাকাটা ম্যাক্সি থেকে বেরিয়ে আসে
একটা কালো বেড়াল
কালো বেড়াল আমেরিকানদের একদম পছন্দ নয়
তাই এ বেড়াল দেখে ওরা দু-পা পিছোয়,
কালো বেড়াল আবার জাপানিরা খুব পছন্দ করে
তাই এ বেড়ালকে ওরা কোলে তুলতে চায়
বলে, ভেরী লাকি

এদিকে বেড়ালটা চাটছে তোমার স্তন, নাভি
পেরিয়ে যাচ্ছে একের পর এক সীমান্ত পা
চিল

সীমান্তে দাঁড়িয়ে আছে অসম রাইফেলস
দাঁড়িয়ে আছে বোড়ো জংগীরাও
অসম রাইফেলস ছু"ড়েছে বুলেট
বোড়ো জংগীরা ছু"ড়েছে বুলেট-
এই দুদিক থেকে ছোঁড়া বুলেটের মাঝে
দাঁড়িয়ে আছো তুমি
দাঁড়িয়ে আছি আমি
আর আপামর জনতা-

শুধু বেড়ালটা পেরিয়ে যাচ্ছে হাইওয়ে তিন...


জুলাই মাসেই রাস্তা -


একটা কষ্টের পাশে আর একটা দু:খকে রাখো

কিছুক্ষণ পর দেখবে
তারাও একে অন্যকে হিংসা করতে শুরু করেছে...


আমার হাত বেধে দাও,চোখ ঢেকে দাও,
পেটে চালাও লাথি
তোমার শোকে আমিই জেনো,

মিছিল মোমবাতি...


অলঙ্করণ- চিন্ময় মুখোপাধ্যায় 



 

1 টি মন্তব্য:

Blogger দ্বারা পরিচালিত.