Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

সংখ্যা / জারিফা জাহান

প্রতিটা সংখ্যার সাথে আমার নির্বাসন শুরু হয়েছে ইদানীং

পনেরো বছর আগেও (সে তো মেসিওফিলিক পিরিয়ডড্রামা নয়

সংখ্যাগুলো ফুলের তোড়ার মতো উপহার হয়ে থাকতো 
বুকপকেটে, সীমিত সাশ্রয়ে

সাতবার খাঁচাবন্দী করলেই সমস্ত কাগুজে সুখ বুথঘর ছেড়ে

পাড়ি দিত উত্তর কলকাতা থেকে দক্ষিণ কলকাতায়

অথচ বিবর্তনবাদের সূত্রে ডায়ালটোনে এখন সংখ্যাদের শহর 

দেখাশোনা করে নাম অথবা ছবিওয়ালা এককালীন শেরিফ

নব্বইয়ের দশকে আমার পছন্দ ছিল লাল কলমকারী


আজকাল ক্ষয়াটে রঙই শান্ত শুয়ে থাকে আত্মা জুড়ে, কেননা আমি 

মাছরাঙা নই

নিম্ন - মধ্যবিত্ত যাপনে সংখ্যা ভারী হয়ে এলে ফ্যাকাশে হয় 

মিঠেফাল্গুন - কথারা ফোটায় বাতাসিয়া অবসর-দুপুর


অলঙ্করণ- চিন্ময় মুখোপাধ্যায়

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.