Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

দুটি কবিতা / পর্ণা ভৌমিক, শৌনক দত্ত

নিয়তি
পর্ণা ভৌমিক

যে আমাকে নিয়ত পোড়াল সন্তাপে,
আমি তাকে ঈশ্বর বলে জানি


যে আমাকে নিয়ে যায় সুখ থেকে
অনিবার অসুখের নাওয়ে;
অসুখের ডানা থেকে অনায়াস ফেরায়
কোজাগর সুখে,
আমি তাকে ঈশ্বর বলে জানি


যেভাবে শিকড়ের গভীরে মাটি
যেভাবে জলের ভেতরে নদী
সেইভাবে ছুঁয়ে আছে যে...
আমি তাকে ঈশ্বর বলে জানি


শাশ্বত ও অনিবার্য,
একান্ত ঈশ্বর বলে জানি



ভাঙছে আমার জল মহল
শৌনক দত্ত

বৃষ্টিবেলায় শূন্য সাঁকোর নির্জন টানে
কে তুমি
ছুঁয়ে দিলে পাঁচফুট এক ইঞ্চি একাকীত্ব
ঠিকানা সন্ধানের মতো
কে
সর্তক দৃষ্টির আলোয় কুড়িয়ে দিতে চাও
ক্লান্ত হাওয়ার তনু
দ্বিধাহীন প্রান্তরে খেয়ালি ভ্রমণ
একদন্ড ইতস্তত স্থির চোখে
গোপনীয় ঘরের গভীর অসুখ
কে...


অলঙ্করণ- নচিকেতা মাহাত




কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.