Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

দুটি কবিতা / সুদীপ গুপ্ত, ঈশানী বসাক

সূর্যস্নান
সুদীপ গুপ্ত

বিনিময় থেকে খোলে দরজা
শ্বাস থেকে শ্বাস গোপন মোড়কে
কার্নিসে এখনো নামেনি সন্ধে

ঘুসঘুসে জ্বর 
জলপট্টি দে
ও মত্‍স্যগন্ধা মেয়ে -
তোর প্রতিটি তিলে অবেলার রোদ
মুক্তির পথে খেয়েছে হোঁচট
তা হোক -
ও মত্‍স্যগন্ধা মেয়ে
মন দিয়ে আজ জ্যামিতি শিখে নে



মনে পড়ে
ঈশানী বসাক


সেভাবে মনে কি পড়ে সুর আর কথা
কলকাতায় আনন্দ রাতে আমাদের নির্জনতা
ক্ষতে ক্ষতক্ষয়, শোভিত রোমন্থন
রুদ্ধ দুয়ারে দাঁড়িয়ে জন্মহীন পত্রের নিমন্ত্রণ।

পথ চিরে হাঁটে স্বল্প পরিসর পরিণয়
ফাল্গুনী আবির পলাশ খোঁজে
ক্লান্তিঘন অভিমান, নাটকের অভিনয়। 

অলঙ্করণ- মৌমিতা ভট্টাচার্য



1 টি মন্তব্য:

Blogger দ্বারা পরিচালিত.