Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

ইউসিকা / সঞ্জীব চট্টোপাধ্যায়

নতুন করে শীতকাল খুঁজে নেবো বলে একটি কবিতা চাই
এই মরশুমে একটি হলেই চলবে তারপর চলে যাব শীত ঘুমে
ব্ল্যাঙ্কেট এর নীচে, গাছের কোটরে, মাটির গর্তে, জলের তলায়
আর যেখানে যেখানে ঘুমিয়ে থাকা যায়।

দস্তানায় ঠাণ্ডা আঙুল গলাতে গলাতে ভাবছিলাম
এই দস্তানা যে বুনেছে তার আঙুল কত ঠাণ্ডা ছিল। দেখলাম
ভেড়ার পাল নিয়ে আইবুড়ো এক মেয়ে
, ফরসা লাল টুকটুকে
নাক অল্প চ্যাপ্টামেয়েটা মেঘের কোলে বসে
বরফমোড়া পাহাড়ের চোখে তাকিয়ে গুনগুন করে স্বপ্ন বুনছে

ফুটপাতে পা বাড়াতেই দেখি সেই মেয়েটা
ত্রিপলের স্টলে বসে- একটা একটা করে স্বপ্ন বেচছে
ওর শীত নেই
, গ্রীষ্ম নেই...


অলঙ্করণ- শ্রীমহাদেব 

৩টি মন্তব্য:

Blogger দ্বারা পরিচালিত.