Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

কেউ নয় / বৈদূর্য্য সরকার

ফোন অফ করে রাখি, ভেবে ভাল লাগে
নাগাল পাচ্ছে না কেউ
যখন ভাল কিছু হচ্ছে না, খারাপই হোক বরং ...

শিখে গেছি বিরক্তিকর গার্হস্থে
মাঝে মাঝে রাগ দেখানো জরুরি, তা না হলে
টেকেন ফর গ্রান্টেড সব জায়গায়।

রিক্সা করে ভেসে যায় কারা,
এরা আমার কেউ নয়
সময় স্রোতে দাঁড়িয়ে থাকা কার অপেক্ষায় তবে।

যেসব সামাজিক বন্ধনে আজন্ম বেগার খাটছি
এরা আমার কেউ নয়
এখানে কেউ আমার নয়, কোনোদিন ছিল না তো।

এ মায়াজন্ম কাটাবো ভাবতে ভাবতে মায়ায় জড়িয়ে পড়ি।



অলঙ্করণ- চিন্ময় মুখোপাধ্যায় 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.