চোখের বাগান / অদিতি চক্রবর্তী
কবিতা পেয়েছে বলে আড়ালে গেলো চোখের আলো
মেয়ের পাঁচটি চোখে চিকচিকে জ্যোৎস্না সম্প্রদায়
চুমুকের বিন্দুরা সূর্যাস্ত সংগ্রহ করে
টলমলে ফোঁটায় ফোঁটায় শ্রাবণী সেন।
খোঁপার চুলের মৃত লাল গোলাপটিও ভ্রমরের ঝাপটান আশায়।
বাতাস সবকটি চন্দ্রঘুঘুকে তৃষিত উত্তাপে রেখে
মৃৎশিল্পী করে তোলে ক্ষীণতোয়া নদীটিকে পাথর হৃদয়ে
ঝরাপাতা বসেছিলো সেই ক্ষণে ডাকঘরে
অলিখিত চুক্তিতে, সুখসংকেতে আনুগত্য প্রত্যয়ে।
মেয়েটি লিখতে থাকে নাব্যতার ইতিহাস, নন্দনের নীড়,
পরিণত জলের গুনগুনাগুন গান,
--তারপর ঘুঘুর চোখ থেকে স্বপ্নের রোদ কেড়ে
কবিতায় ঝরে পড়ে টুপটাপ চোখের বাগান।
মেয়ের পাঁচটি চোখে চিকচিকে জ্যোৎস্না সম্প্রদায়
চুমুকের বিন্দুরা সূর্যাস্ত সংগ্রহ করে
টলমলে ফোঁটায় ফোঁটায় শ্রাবণী সেন।
খোঁপার চুলের মৃত লাল গোলাপটিও ভ্রমরের ঝাপটান আশায়।
বাতাস সবকটি চন্দ্রঘুঘুকে তৃষিত উত্তাপে রেখে
মৃৎশিল্পী করে তোলে ক্ষীণতোয়া নদীটিকে পাথর হৃদয়ে
ঝরাপাতা বসেছিলো সেই ক্ষণে ডাকঘরে
অলিখিত চুক্তিতে, সুখসংকেতে আনুগত্য প্রত্যয়ে।
মেয়েটি লিখতে থাকে নাব্যতার ইতিহাস, নন্দনের নীড়,
পরিণত জলের গুনগুনাগুন গান,
--তারপর ঘুঘুর চোখ থেকে স্বপ্নের রোদ কেড়ে
কবিতায় ঝরে পড়ে টুপটাপ চোখের বাগান।
অলঙ্করণ- শ্রী মহাদেব
কোন মন্তব্য নেই