ঘাম / শ্রী মহাদেব
কি এক সর্বনেশে খেলায়
মাতছে ভোর
হাত পেতে রোদ নেয় শ্রান্ত বিকেলের ঘাম
অনশন দখল নিচ্ছে গ্রামের পর গ্রাম
শৈশব স্বপ্নে রেলগাড়ি ভাসে
আমার ক্লান্তি ক্ষমো, অনিদ্রা অজীর্ণ বুক
ফেটেছে, রাত পরী স্বপ্নে বেসামাল ছাঁচ
ছুঁয়ে ফেলছে বিষাক্ত বায়ু
পুরানো কাপের কিনারায় ফ্যানা হয়ে বসে আছি
ঘাম সুখ ছাড়া বড় দুঃখের এই আবরণ
হাত পেতে রোদ নেয় শ্রান্ত বিকেলের ঘাম
অনশন দখল নিচ্ছে গ্রামের পর গ্রাম
শৈশব স্বপ্নে রেলগাড়ি ভাসে
আমার ক্লান্তি ক্ষমো, অনিদ্রা অজীর্ণ বুক
ফেটেছে, রাত পরী স্বপ্নে বেসামাল ছাঁচ
ছুঁয়ে ফেলছে বিষাক্ত বায়ু
পুরানো কাপের কিনারায় ফ্যানা হয়ে বসে আছি
ঘাম সুখ ছাড়া বড় দুঃখের এই আবরণ
অলঙ্করণ- শ্রী মহাদেব
কোন মন্তব্য নেই