Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

দুটি কবিতা / দয়াময় পোদ্দার

অন্ধকার

জল পড়ে।
পাখির শুকনো মল ধুয়ে 
বকুল পাতারা সবুজের কালি মাখে
আড়বাঁশি বাজে জলের ঝুমঝুমি জাগানো,
শিয়ালদহ ইস্টিশানে-
              হাতিটির হাতে ল্যাম্প,
শুভকামনা ছড়িয়ে দিল।

হাসিমারা জংশনে পৌঁছাবার আগে
একটি হাতির রক্তাক্ত দেহ, রেললাইনে 
        উড়োমাছি মৃতঘাম চাটে

এতটা অন্ধকার পথ আমি কিভাবে এলাম...



আবির খেলা

মেঠোপথে ধুলো-হাওয়া তোমাদের বাড়ি যাবার
কুমড়ো লতায় আলকুশি, ফুল মদির এলানো
হোলির উৎসবে ভিড়- বাঁকটি পাখির ডানার
ভিড় আর ভিড়ে শুধুই কি আবির মাখানো?
গোধুলি বেলার সে সোনালি আলো
চোখে-মুখে, শ্যাম্পু করা চুলে মাখা
                  সে সোনালি আলো

       আবির রয়ে গেছে
এই আবিরে রাখা 



অলঙ্করণ- চিন্ময় মুখোপাধ্যায়

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.