দুটি কবিতা / অদিতি চক্রবর্তী, নীলিমা দেব
মোহিনীআট্টম
অদিতি চক্রবর্তী
অদিতি চক্রবর্তী
অনাগত দিনগুলি সব সাদা ভাবার আগে
এসো অবসরে বসা যাক
এসো অবসরে বসা যাক
এক'দুটো পদ্ধতি তুলে আনি ধারণার চৌখুপি বৃত্তে।
স্বভাবের পর্যটনভূমি চষে ফেলি,
ঘোরাফেরার সন্তর্পণে ছুঁয়ে ফেলি ঘটনাচক্র
এভাবেও ভাবা যেতে পারে তো রঙিন ঋতুর দিন
সাদা সাদা ফুলগুলি রোদের প্রত্যয় নিয়ে
স্পষ্টতায় চেনা উৎসব জুড়ে মোহিনীআট্টম
দৃষ্টির কৌতুক চেনা পাড়া পার হয়ে গেলে
গভীরে ঝুলে থাকা স্বকৌশল আরো মনোযোগী
সাদাস্নাত হতে হতে লাভার্স পয়েন্ট ছুঁয়ে
মুক্ত বাতাসের দোলায়---
তারপর, নিঃশ্বাসে দেওয়াল এসে থামে
বৃষ্টি নেমে যায়।
ব্যাক ডেটেড
নীলিমা দেব
এমনও তো হতে পারে
পরে আছে চাঁদের খোলস
আমি ভাবলাম
রাতের অন্তর্বাস
পায়ে সুড়সুড়ি দিত যে সিল্কি নদী
সেও এক বিঘা মাটি কামড়ে শুয়ে আছে
নাদান গলিচায়
ফুটবে ফুটবে করে ঝরে গেল সব জলের কলি
শ্যাম্পেন গিলে কবেই ফুড়ুৎ নশিলী আঁধারের সুধ-বুধ...
পরে আছে চাঁদের খোলস
আমি ভাবলাম
রাতের অন্তর্বাস
পায়ে সুড়সুড়ি দিত যে সিল্কি নদী
সেও এক বিঘা মাটি কামড়ে শুয়ে আছে
নাদান গলিচায়
ফুটবে ফুটবে করে ঝরে গেল সব জলের কলি
শ্যাম্পেন গিলে কবেই ফুড়ুৎ নশিলী আঁধারের সুধ-বুধ...
অলঙ্করণ- চিন্ময়
মুখোপাধ্যায়
কোন মন্তব্য নেই