ইতিহাস / সৌরভ মিত্র
তুমি হেঁটে চলে
গেছ নদীতীর বেয়ে, একা...
তোমার মধ্যে ঘুমন্ত গ্রীস-রোম, নাম না জানা শহর,
তোমার মধ্যে ঘুমিয়ে রয়েছে প্রহর।
রক্তিম আলোয় আঁকা মেঘ, তালপাতা-পুঁথি
আয়ুরেখা জুড়ে শোকগাথা-উপকথা।
মহাজনপদ, গগনচুম্বী মিনারের পাশে চাঁদ,
বিদ্রোহ, আগুন আর ছুঁড়ে দেওয়া কয়েকটা সিকি।
বুকের একপাশে গর্বোদ্ধত জয়,
অন্যপাশে শোষিত দীর্ঘশ্বাস নিয়ে
কুয়াশায় মিশে গেল জন্মান্তর।
গান গাওয়া পাখিটার পালকে রক্ত....
তোমার মধ্যে ঘুমন্ত গ্রীস-রোম, নাম না জানা শহর,
তোমার মধ্যে ঘুমিয়ে রয়েছে প্রহর।
রক্তিম আলোয় আঁকা মেঘ, তালপাতা-পুঁথি
আয়ুরেখা জুড়ে শোকগাথা-উপকথা।
মহাজনপদ, গগনচুম্বী মিনারের পাশে চাঁদ,
বিদ্রোহ, আগুন আর ছুঁড়ে দেওয়া কয়েকটা সিকি।
বুকের একপাশে গর্বোদ্ধত জয়,
অন্যপাশে শোষিত দীর্ঘশ্বাস নিয়ে
কুয়াশায় মিশে গেল জন্মান্তর।
গান গাওয়া পাখিটার পালকে রক্ত....
এভাবেই আবহমান
পত্তন আর পতনের ধারাপাত।
বিষাদে মিশে যায় রং।
সয়ে চলো, বয়ে চলো, পথ এখনো বাকী, মুসাফির..
বিষাদে মিশে যায় রং।
সয়ে চলো, বয়ে চলো, পথ এখনো বাকী, মুসাফির..
.
অলঙ্করণ- নচিকেতা মাহাত
কোন মন্তব্য নেই