Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

মনোলিথ / সুদীপ চট্টোপাধ্যায়

আক্রান্ত পরিখার কাছে ঘুরেফিরে আসছ কেন
হে আমার জন্মান্ধ দেয়াল
কেন বারবার ফিরিয়ে দিচ্ছ নিরীহ দস্তানা

হত্যার দ্বিতীয়দৃশ্যে যে আজও তেমন মান্যতা পায়নি

পুঁতে রাখা জ্যোৎস্নার ভেতর মিহিন ছায়ার দেশ
ঘুমদাগ। রাতের কেশর
হে আমার জন্মান্ধ দেয়াল হাওয়ার রেশম খুলে
তুমি কি বুঝে নিতে চাইছ সেইসব শ্বাসঘর
যারা আজও ঘুম ও মৃত্যু নিয়ে একটাও মিথ্যে বলেনি


তোমার দেহের ছত্রাক আজও যে কোনো রহস্য থেকে
দূরেই আছে
যেসব ছায়াছবির দৈর্ঘ্য ক্রমশ ছোটো হতে হতে
শেষ হয়ে যাচ্ছে এক শান্ত শীতল চিৎকারের সাথে
তুমি তাদের ঘাতক খুঁজতে গিয়ে কেন বারবার
স্বেদ ও রক্ত গড়িয়ে দিচ্ছ ওই আক্রান্ত পরিখার ভেতর
 

অলঙ্করণ- শ্রীমহাদেব

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.