দুটি কবিতা / কৌস্তভ ঠাকুর, অর্ক মুখোপাধ্যায়
আমিকাহিনী
কৌস্তভ ঠাকুর
কৌস্তভ ঠাকুর
আমার চাওয়া আর
পাওয়ার মাঝে
বিস্তর ফারাক...
ঠিক এতটাই যে, মরুভূমি তার তপ্ত
বালিরাশিকে রাতের আঁধারে
শীতল করতে পারে না...
সমুদ্র দূর দিগন্তরেখায় আকাশের সাথে
মিলতে গেলেও, একটা ক্ষীণ রেখা
বার বার ব্যবধান করে দেয়।
সাগরের দাম্ভিক ঢেউ যখন আমার
পায়ের পাতায় নিভৃতে এসে ছুঁয়ে যায়;
আমার মন তখন জীবনের একটা
কঠিন সমাধান খোঁজে...
নির্জন কোনো সময়ে, ফেলে আসা দিনের
চাওয়া আর পাওয়া মিলেমিশে
তীব্র যন্ত্রণার আকার নেয়...
আর আমার নিঃসঙ্গ দীর্ঘশ্বাস, উত্তাল
পাগলকরা হাওয়া শুষে নিয়ে বয়ে যায়।
বিস্তর ফারাক...
ঠিক এতটাই যে, মরুভূমি তার তপ্ত
বালিরাশিকে রাতের আঁধারে
শীতল করতে পারে না...
সমুদ্র দূর দিগন্তরেখায় আকাশের সাথে
মিলতে গেলেও, একটা ক্ষীণ রেখা
বার বার ব্যবধান করে দেয়।
সাগরের দাম্ভিক ঢেউ যখন আমার
পায়ের পাতায় নিভৃতে এসে ছুঁয়ে যায়;
আমার মন তখন জীবনের একটা
কঠিন সমাধান খোঁজে...
নির্জন কোনো সময়ে, ফেলে আসা দিনের
চাওয়া আর পাওয়া মিলেমিশে
তীব্র যন্ত্রণার আকার নেয়...
আর আমার নিঃসঙ্গ দীর্ঘশ্বাস, উত্তাল
পাগলকরা হাওয়া শুষে নিয়ে বয়ে যায়।
শহরে ঘোলাটে মেঘ, ধুমজ্বর
অর্ক মুখোপাধ্যায়
১
কি আশ্চর্য!
গাড়ি আসছে, যাচ্ছে, শোঁ শোঁ
অন্তর্বর্তী সবুজ-লাল
কান পাতলেই শোনা যাচ্ছে
mp3 গোঙানি, কোলাহল
কি আশ্চর্য!
গাড়ি আসছে, যাচ্ছে, শোঁ শোঁ
অন্তর্বর্তী সবুজ-লাল
কান পাতলেই শোনা যাচ্ছে
mp3 গোঙানি, কোলাহল
২
এই শহরে
অনাবৃত থাকে না কোনো মানুষ
এই শহরে
অনাবৃত থাকে না কোনো মানুষ
৩
রক্তিম আকাশ ঘোলাটে
দ্রবীভূত ধোঁয়াশা, কর্পূরের গন্ধ
বর্বরতা আর বোকামোর ইতিহাস
রক্তিম আকাশ ঘোলাটে
দ্রবীভূত ধোঁয়াশা, কর্পূরের গন্ধ
বর্বরতা আর বোকামোর ইতিহাস
হাজারোঁ খোয়াঈশে একইরকম, আলাদা
কিন্তু আমরা রয়েছি
কল্পতরু রিজার্ভ ফরেস্টে
অলঙ্করণ- চিন্ময়
মুখোপাধ্যায়
কোন মন্তব্য নেই