Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

নৌকাডুবি / সৌম্যদীপ রায়

সাদা কাগজের নৌকা,
জল থৈ থৈ বন্যায় অনেক দূর চলে যেতে পারে
              
হারিয়ে যাওয়া মানুষের টলতে থাকার তালে তালে
কিন্তু, একটা না লিখে রাখা নাম এক মুহূর্ত সাঁতার কাটতে পারেনা
জল, জলের সঙ্গে ভিজে যাওয়া চোখ ও মুখ
         
প্রত্যেকদিন তিন-চতুর্থাংশ লাল টিপ এঁকে দেয় বুকের মাঝে
তারপর ক্রমশ,
রক্তপাতগুলো ডেকে নিয়ে যায় ডুবে যাওয়ার মতো গভীরে
যেখানে নৌকারা বসে বসে
                
প্রত্যারম্ভের শ্যাওলাতে আদর শুধু মাখায়




অলঙ্করণ- চিন্ময় মুখোপাধ্যায়


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.