তিনটি কবিতা / আবির লাল মুখোপাধ্যায়, অদিতি চক্রবর্তী, জয়শ্রী ঘোষ
ঝুরি
আবির লাল মুখোপাধ্যায়
অনেক অবেলা হল, হয়ত তোমার চোখে সিকিমের মেঘ !
পুতুল খেলার ঘরে ছেড়া কাপড়ের খোঁজ-
খোঁজ নেই তার…
পুতুল খেলার ঘরে ছেড়া কাপড়ের খোঁজ-
খোঁজ নেই তার…
বাঁকা নীল, সোনালী কাঁচের নীল-
তুমি আজ নদী হতে হতে নুড়িপাথরের সাথে আপস করেছ !
তোমাতে বটের ঝুরি পণ করেছিল একদিন-
এত যে বর্ষা গেল তবু তার তার শিকড় ভেজেনি।
তুমি আজ নদী হতে হতে নুড়িপাথরের সাথে আপস করেছ !
তোমাতে বটের ঝুরি পণ করেছিল একদিন-
এত যে বর্ষা গেল তবু তার তার শিকড় ভেজেনি।
নদী... তবু গভীরতা চায় ।
সম্পর্কের সাতকাহন
অদিতি চক্রবর্তী
জানিনা ঠিক কতোটা কারণ পেলে
কিন্তু হতে পারি
যতবার পায়ের ছাপ মিলিয়েছ
বেড়াল কেটেছে
তুমিও অন্য প্রহরী।
ভূগোলে শুধু নদী পড়তাম
প্রশ্নে এল জলবায়ু
বিশ্বাসের জাহাজডুবিতে প্লাবন !
খোলা দরজার দরদামে
উর্বর সময় সম্পর্কের সাতকাহন।
অদিতি চক্রবর্তী
জানিনা ঠিক কতোটা কারণ পেলে
কিন্তু হতে পারি
যতবার পায়ের ছাপ মিলিয়েছ
বেড়াল কেটেছে
তুমিও অন্য প্রহরী।
ভূগোলে শুধু নদী পড়তাম
প্রশ্নে এল জলবায়ু
বিশ্বাসের জাহাজডুবিতে প্লাবন !
খোলা দরজার দরদামে
উর্বর সময় সম্পর্কের সাতকাহন।
আয় বৃষ্টি ঝেঁপে
জয়শ্রী ঘোষ
স্বপ্নের সার্টার খুলে ঘুমে গিয়েছিলাম
তোমাকে ছুঁয়ে
একটি ঘুমের পরে একটি মাঝরাত্রি
সারাদিন মুষলধারে বৃষ্টি
হাঁটুজলে রাস্তাই নদী
কী ভীষণ দ্বন্দ্ব
বুকের বাম দিক জুড়ে
আরোহ অবরোহ সরগরম
একটিই নৌকাবিহার
সন্ধ্যাটাই বর্ষাঋতু
শরীরময় লিখেছিল আয় বৃষ্টি ঝেঁপে
তারপর একটি বৃষ্টি সিরিজ
কোন মন্তব্য নেই