Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

তিনটি কবিতা / হরিৎ বন্দ্যোপাধ্যায়

ঘুমিয়ে পড়ার আগে
 
কথা দিচ্ছি এখনই ঘুমিয়ে পড়ব এবং
ঘুমিয়ে পড়বে আমার সমস্ত ডালপালা
কিন্তু কথা দিতে হবে কোথাও টুঁ শব্দটি হবে না
এছাড়া জেগে এবং জাগিয়ে রাখা ছাড়া আমার কোনো
                               
       উপায় নেই।

গ্রীষ্মের গল্প 

আমার জীবনে কোনো শীতের গল্প নেই
বর্ষার গল্পগুলোর একটারও নায়িকা নেই
আমার সমস্ত জীবন জুড়ে এখন শুধুই গ্রীষ্মের গল্প
আয় মেয়ে, তোর চালাঘরে বসে আগুনের গল্প শোনাই।
             


ঈশ্বরী

চারদেওয়ালের ছোট্ট আকাশ -
যতই তুমি বন্দী থাকো
আসলে তো মনের কোণে
আকাশ নদী মাঠের ছবি।

আকাশ পাতায় সুনীল আকাশ
শিউলি ফুলে মাখামাখি
তার মাঝে তুই দস্যি মেয়ে
স্রোতস্বিনী নদীর মতো।


অলংকরণ- সঞ্জীব


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.