Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

দুটি কবিতা / তাপসকিরণ রায়

আগুন ও মরশুমি

সর্বনাশা আগুনের মাঝে প্রতিক্রিয়া আছে,
তোমার ভ্রূণ জন্ম নিচ্ছে--  
ভালবাসার অগ্নিসাক্ষী অতঃপর মরে যেতে যেতে
জন্ম দিচ্ছে অন্য আর এক ভালবাসা।
আপেক্ষিক শব্দের মাঝে ডুবে আছে তোমার সত্ত্বা,
শ্বাসের তাগিতে আবার বুঝি ভেসে ওঠা।   
এক একটা রাত ভাঙা সকাল, পাখির গান ও রঙের মাঝে
আবার জ্বলে ওঠে বাতি ঘর।
লাস্য রাত ছায়ায় তোমায় ভুলে যাবার ভ্রান্তি  
বাসনার টানাপোড়েন দেখি,
ভালবাসার সজ্ঞাগুলি ক্ৰমশঃ পরিবর্তিত হয়ে যাচ্ছে 
ব্রহ্মাণ্ডের ছিদ্রে ধরা ছিল কিছু মানুষের বীজ--
প্রমাণহীন জন্ম নিচ্ছে কত শত মনুষ্য ক্লোন।  

  
মরশুমি

স্বপ্নগুলি লাল আপেলে ঝেঁকে এলো
তবু চৈত্র খরায় তুমি ঠায় দাঁড়িয়ে।  
বস্তুত দীর্ঘ অপেক্ষাগুলি বহুক্ষণ থেমে থাকে--   
ছুঁতে ছুঁতে ভালবাসাগুলি আবার নিরাশ্রিত।   
প্রতীক্ষার পর আবার মরশুমি নামা আপেল জন্ম নিচ্ছে
গাল তার লালাভ, তোমার চোখে মুখে ভালবাসার দাগ

ফুটে উঠছে, আবার মিলিয়ে যাচ্ছে।


অলংকরণ- নচিকেতা মাহাত

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.