Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

কবি / সৌরভ মিত্র

আমিও এক আরণ্যক আকাশ
গাঙচিলের ডানায় ছোঁয়ানো দুপুর, শহুরে ব্যালকনি,
অথবা মেঠো পথ, ঝাউপাতা
কখনো বিদ্রোহ, কখনো সেতার
কখনো মেঘছেঁড়া রঙ, কাঁটাতার...
কখনো আগুন কৃষ্ণচূড়া
কখনো সবকিছুই, কিংবা কিছুই না
আবার কখনো এসব পেরিয়ে
শেষবেলায় সাদা কাগজ হাতে অখন্ড অবসর
কখনো নামহীন কবিতাদের শবদেহ পেরিয়ে
প্রহরজোড়া অপেক্ষা

হেমলক অথবা...... তোমার


অলঙ্করণঃ সঞ্জীব 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.