দুটি কবিতা / কৌশিক গাঙ্গুলি
চিঠি
সমুদ্রের ঢেউ বাধা দিওনা আমায়
পাখনা মেলেছি
অনেক যন্ত্রণায় ,
হাসতে শিখেছি তোমার
মুখের দিকে চেয়ে
একটা চিঠি লিখেছিলাম
সেটা ফেলেছি হারিয়ে,
গোপন স্রোতে পা ফেলতে
পাই ভয়,
সমুদ্রের মতন ভালবাসে স্বপ্নের
মেয়ে আমায়
দিয়ে সবটুকু প্রীতি
লিখো চিঠি....
হারাবোনা চোরাস্রোতে
আমি যাবো ভাল হয়ে
এক অজানা অসুখ থেকে -
আমার রাত পাঠযোগ্য
আমার রাত কাব্যচর্চার ,
আমার রাত অযৌন -
আমার রাত কান্নার ।
আমি রাতের সঙ্গীত শুনি
আমি থাকি ফোনের অপেক্ষায়
আমি ভাবতে শিখেছি রাতে
আমি ছবি আঁকি বিছানায় ।
রাত আমার আর আমি তার
সারারাত আমাকে জ্যোৎস্না
ঘিরে রাখে , প্রাতে আসে ঘুম
তাতে মিশে থাকে সুখস্বপ্ন ।
অলঙ্করণঃ চিন্ময় মুখোপাধ্যায়
সমুদ্রের ঢেউ বাধা দিওনা আমায়
পাখনা মেলেছি
অনেক যন্ত্রণায় ,
হাসতে শিখেছি তোমার
মুখের দিকে চেয়ে
একটা চিঠি লিখেছিলাম
সেটা ফেলেছি হারিয়ে,
গোপন স্রোতে পা ফেলতে
পাই ভয়,
সমুদ্রের মতন ভালবাসে স্বপ্নের
মেয়ে আমায়
দিয়ে সবটুকু প্রীতি
লিখো চিঠি....
হারাবোনা চোরাস্রোতে
আমি যাবো ভাল হয়ে
এক অজানা অসুখ থেকে -
রাতের কবিতা
আমার রাত পাঠযোগ্য
আমার রাত কাব্যচর্চার ,
আমার রাত অযৌন -
আমার রাত কান্নার ।
আমি রাতের সঙ্গীত শুনি
আমি থাকি ফোনের অপেক্ষায়
আমি ভাবতে শিখেছি রাতে
আমি ছবি আঁকি বিছানায় ।
রাত আমার আর আমি তার
সারারাত আমাকে জ্যোৎস্না
ঘিরে রাখে , প্রাতে আসে ঘুম
তাতে মিশে থাকে সুখস্বপ্ন ।
কোন মন্তব্য নেই