হে জন্ম, হে জন্মান্তর / সুমন বন্দ্যোপাধ্যায়
রক্তপাতহীন শরীরের কাছে
একটি আগুনের শিখা জেগে থাকে
জন্ম জন্মান্তর।
একটি আগুনের শিখা জেগে থাকে
জন্ম জন্মান্তর।
পাহারা দেয় একা একা
বোবাদের সান্ধ্য বিদ্যালয়।
বোবাদের সান্ধ্য বিদ্যালয়।
এভাবেই প্রহর শেষ হয়। বাজে।
সমবেত স্মৃতিগুলি গান হয়ে জাগে
নীরব প্রার্থনার ভেতরে ভেতরে
উচ্চারিত হয় কিছু ধান কিছু দূর্বাঘাস।
সমবেত স্মৃতিগুলি গান হয়ে জাগে
নীরব প্রার্থনার ভেতরে ভেতরে
উচ্চারিত হয় কিছু ধান কিছু দূর্বাঘাস।
অন্ধকার শিথিল হবে বলে
শরীরও সাহসী হয়। শব হয়ে নাচে
একে একে ভেঙে দেয় শ্মশানের মিথ।শরীরও সাহসী হয়। শব হয়ে নাচে
অলঙ্করণঃ সঞ্জীব
কোন মন্তব্য নেই