চুরি / অভিমন্যু মাহাত
ঘট এলো পুকুর থেকে
মাইকে বাজুক হে মেঘ,
ভরামাসে ওই তো, ব্যাঙের ছেলে পুলে কোলেকাঁখে।
সখা, ছাতাটা ধরো...
দেখি, কে এসে দাঁড়িয়েছে মাঠে
রঙে ভিজে নীরবতা
ঘর কোথায়? ঠাই দাঁড়িয়ে।
পিঁপড়েরা যুদ্ধে গেছে অনন্তে,
ফিরবে না, ঘুমবাড়ি।
এখন লাগে ডর, আঁধার হাতছানি...
যার লাগি হে
ভরামাস করলাম চুরি, সেই বলল চোর।
মাইকে বাজুক হে মেঘ,
ভরামাসে ওই তো, ব্যাঙের ছেলে পুলে কোলেকাঁখে।
সখা, ছাতাটা ধরো...
দেখি, কে এসে দাঁড়িয়েছে মাঠে
রঙে ভিজে নীরবতা
ঘর কোথায়? ঠাই দাঁড়িয়ে।
পিঁপড়েরা যুদ্ধে গেছে অনন্তে,
ফিরবে না, ঘুমবাড়ি।
এখন লাগে ডর, আঁধার হাতছানি...
যার লাগি হে
ভরামাস করলাম চুরি, সেই বলল চোর।
অলঙ্করণঃ শ্রীমহাদেব
কোন মন্তব্য নেই