দুটি কবিতা / অর্ঘ্য দে
যুদ্ধেজেতা চাঁদ
কাকভোরের
যুদ্ধে জিতে সন্ধেরা দল বেঁধে হেঁটে যাচ্ছে
নিঝুম রাতের
দিকে
ওদের কাঁধে
গা এলিয়ে শুয়ে আছে
এক শতকের
বন্দি চাঁদ
পায়ে পায়ে
ছিঁড়ে পড়ছে চোখে ব্যথা জাগানো আলোর পর্দা
সেই সঙ্গে
পূর্বজন্মের শিকল
টুং-টাং
জলতরঙ্গ বাজছে
ব্যর্থ
সন্ধে পূর্ণাঙ্গ চাঁদ হয়ে ভাসতে পারেনি
শুধু আমি
ভেসে গেছি কেনা-বেচার বাজারি কোলাহলে
আর
না-ওলটানো ক্যালেন্ডারে সময়চুরির খেলায়
সন্ধেরা
দীঘল সিঁড়ি পেরিয়ে মিলিয়ে যাচ্ছে ...
যুদ্ধেজেতা
চাঁদকে ঝোলাবে সামনের বুদ্ধপূর্ণিমায়।
দলিল
বৃষ্টির
ঝংকার থামার পর
কেমন যেন
পরিত্যক্ত সম্পত্তি হয়ে যায়
পান্না
ঝিলের জলে ধোয়া কলোনির চাঁদ আর
রাত-পাখির
চিৎকারে হায়াত মিঞা জীবনের দলিল খুঁজছে।
অলঙ্করণঃ নচিকেতা মাহাত
কোন মন্তব্য নেই