Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

কলেজ ক্যাম্পাস থেকে দূরে / মিঠুন চক্রবর্ত্তী

যে সহপাঠিনীকে প্রপোজ করার সাহস হয়ে ওঠে নি কখনো
তার বন্ধুত্বপূর্ণ স্পর্শ গুলিকে লুকিয়ে রাখি বালিশের নীচে
এবং খুব নিরালায় খুলে খুলে দেখি প্রতিটি স্পর্শের ভাঁজ

যেমন সবারই ডাইরিতে রাখা থাকে কিছু রং বাহারি পাতা,
যা সংগ্রহকারী একাকী কুড়িয়ে আনে দুরন্ত ঝড়ের মাঠে গিয়ে

অথচ গাছ জানে না

তারপর কোন এক শীতের বিকেলে শেষ ক্লাসের বেল পড়ে,
কৌণিক দূরত্ব রেখে গড়িয়ে যায় লেডিস সাইকেল আর
বাটারফ্লাই মোচের রেখা,
ক্রমশ কুয়াশায় দিগন্ত ঘেঁষে জেগে ওঠে জড়সড় নতুন অবয়ব

তখনও সংকীর্ণ ছাদের উপর ডাইরিটা শুধু আকাশ হয়ে থাকে,
রং বাহারি পাতা গুলো ভোকাট্টা ঘুড়ি




অলঙ্করণঃ চিন্ময় মুখোপাধ্যায় 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.