স্বাধীনতা / তুষ্টি ভট্টাচার্য
পাতায় লেগে থাকা দীর্ঘনিঃশ্বাসের নাম নেই
নাম নেই নদীর মজে যাওয়া চরের
খুব ভোরে নামহীন একেকটা পাখি এখনও ওড়ে
ওদের নাম স্বাধীনতা।
অস্থায়ী খুঁটিতে ঝুলন্ত পতাকার মত
নাম হারাতে হারাতে স্বাধীনতা দাঁড়িয়ে আছে
পতাকা অর্ধনমিত।
ঝড়ে, জলে, রোদে পতাকা কিছুটা ফ্যাকাসে
হারাতে হারাতে তাও রঙহীন হয় নি।
খুঁটি তুলে নিলে মাটিচাপা গর্তে
কিছু পিঁপড়ের লাশ, কিছু পাতার সার।
darun.
উত্তরমুছুন