Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

দুটি কবিতা / জয়শ্রী ঘোষ, দেবাশীষ জানা

এমন দিনে তারে 
জয়শ্রী ঘোষ


এক
আকাশ থেকে আদর ঝরছে
তোমার পিঠের ধানক্ষেতে আমার হাত

হতে পারলাম না তোমার

আদিগন্ত পিঠের জলকাদায় চারা লাগাচ্ছি

দুই
বাতাস একটু অসভ্য, আমাকে ছেড়ো না

লুকিয়ে আছি ঝরাপাতাদের দলে
তোমার প্রেম পাথর হয়ে চাপা দিয়েছে আমায়

আকাশের নীল শাড়ি উড়ে যাচ্ছে
পাতাদের ঢাকনা উড়ে যাচ্ছে
সংসার উড়ে যাচ্ছে


আমাকে ছেড়ো না


ক্ষয়
দেবাশীষ জানা

প্রচুর লোকজন এখন আসছে এইখানে
যাচ্ছেও চলে সময়ের নিয়মে,
এত পায়ের শব্দ-
আর সহ্য হয় না......!
পৃথিবীর বুকে ঘষটে চলে যায়-
প্রতিটি পায়ের ছাল-চামড়া,
 গোড়ালি-নখ,
পৃথিবীও ক্ষয়ে যায়-
ভীষণ মৃদু মৃদু


যেমন করে মনে ক্ষয় ধরে-
হঠাৎ করে কেউ চলে গেলে!




অলঙ্করণঃ চিন্ময় মুখোপাধ্যায় 
                 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.