বিচ্ছেদ / সৌরভ মিত্র
অনেক ঝড়বৃষ্টির পর সে কথা দিয়েছিল, ভালো থাকবো।
চায়ের দোকান, উনুন ধোঁয়া, রেডিও…
কথা দিয়েছিল, ভালো থাকবো ।
সায় দিয়েছিল ট্রামলাইনের তারে বসা দুটো কাক।
কিন্তু আজও মেঘ করে এলে,
ভেজা হাওয়া চিবুকের তিল ছুঁয়ে গেলে,
জানলায় এসে দাঁড়ায় মনখারাপ।
সন্ধ্যের আজান ভেসে এলে,
দূরে কোথাও সাঁঝবাতি জ্বেলে একটা নীল ওড়না বলে
ভালো থাকবো।
চিলেকোঠায় বন্ধ দুচোখ বলে ভালো থাকবো।
একবুক অভিমান নিয়ে ফেরিঘাটে দাঁড়িয়ে থাকে সাইকেল।
আর ভাবে, ভালো থাকবো ।
কেউ ভালো থাকে না, শহর ভিজতে থাকে একা…
অলঙ্করণঃ চিন্ময় মুখোপাধ্যায়
কোন মন্তব্য নেই