Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

অগ্নিবর্ণা, তুমি: ১০ / ঋজুরেখ চক্রবর্তী

অন্ধ রাত কুসুমপ্রসব সেরে নির্বীজ ঘুমোয়।

অনৃত অঞ্জলি পেতে বসুন্ধরা পিপাসায় মুগ্ধ বেঁচে থাকে।
তবুও গৃহাভিমুখী ঝিরিঝিরি বৃষ্টি শুরু হলে

যে-বিষাদ আড়ালে ঘনায়,
 আর
যে-আড়াল বিষাদের আত্মকথা শোনে কান পেতে,
অগ্নিবর্ণা,
তুমি সেই চিন্ময় সত্যের রূপ।

অগ্নিবর্ণা,
 আজ আর একা রাতে একা একা
প্রলয় ঠেকিয়ে রাখা খেলায় মাতি না।
 
বিপন্ন সৃষ্টির সুখ-
সেও এক স্বচ্ছতোয়া আদিম প্রবাহ,
 যার
শিরা-উপশিরাগুলি দেখা যায় সমর্পণ সাঙ্গ হয়ে এলে।
অনঙ্গ আশ্লেষ তবে কার কাছে ঋণী
, তুমি বলো?

অন্ধ রাত কুসুমপ্রসব সেরে নির্বীজ ঘুমোয়।
আমি ও আমার বোধ
,
 কে কার শিকার হবে, তূণীর জানে না। 



অলঙ্করণঃ শ্রীমহাদেব

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.