মিউজিয়াম / কুমারেশ তেওয়ারী
ডানা মেলে নাচ শুরু করতেই পরতে পরতে
খুলে যেতে লাগলো বিজ্ঞাপন
এরপর অর্গাজম এসে সমাপিকা ক্রিয়া
রেখে যেতে চাইলে
ঘাস ও বিছানার কোনও দোষ নেই
সমুদ্র শান্তই থাক অথবা ঢেউ ঢেউ মোডে
ফুসমন্তর মুদ্রা দেখাতেই রিমঝিম
পাহাড় উপত্যকা বেলাভূমি সব জেগে উঠতেই
ও দয়াল খোলো খোলো গিঁট হংস দুটি
উড়াল ভরুক মিথুনমুরতি
ক্লাসিক্যাল বন্দিশই হোক অথবা ববডিলান
সাঁতারে
মাতুক হাত পা অভিজ্ঞতা ও বৈখরি
অলঙ্করণঃ নচিকেতা মাহাত
কোন মন্তব্য নেই