তিনটি কবিতা / সৌমেন সাহা, দীপঙ্কর লাল ঝা
দহন
সৌমেন সাহা
সৌমেন সাহা
পণ্য সময়সারণীর পলকা হাওয়ায়
ভেসে যেতে যেতে
তোমার দরজায় কড়া নেড়ে গেল কেউ ৷
কিছুটা অস্বস্তি, কিছুটা অবিশ্বাস —
মিলেমিশে বিবাগী মনে বাসা বাঁধো তুমি...
আঁধারের শেষ রাতে
আধো চাঁদ উঠেছে প্রেয়সীর রূপকথায়
জোনাকির অস্থিরতায়
আমি হতে চাইলাম বদ্ধ দীঘির জল৷
চানঘরে দু’চোখ মুছেছো
তুমি
লাল সাদা শাড়ি পরে বসে আছো ছাদের কিনারে,
অপেক্ষায় রাঙানো আকাশের নীচে স্বপ্ন পুড়ে যায়৷
দীপঙ্কর লাল ঝা
ডাকনাম
ঘুমের ভেতর পুড়ে যায় প্রজাপতির ডানা
দু তিনটে ভিখিরি স্বপ্ন দ্যাখে তহবাজার
চৈত্র সেল
বাড়ির উঠোনে আমার ডাকনাম পুড়ে যেতে থাকে
তারপর ঝড় আসে
প্রজাপতি , ভিখিরি আর ডাকনাম
চশমার ভুলে ভাজের মতো লেগে থাকে।
দু তিনটে ভিখিরি স্বপ্ন দ্যাখে তহবাজার
চৈত্র সেল
বাড়ির উঠোনে আমার ডাকনাম পুড়ে যেতে থাকে
তারপর ঝড় আসে
প্রজাপতি , ভিখিরি আর ডাকনাম
চশমার ভুলে ভাজের মতো লেগে থাকে।
বেপাত্তা দূরত্ব চটির ফিতে হয়ে যায়।
প্রেম
প্রেম
এই পাড়ায় কোনো লোকের সাথেই কোনো লোকের বনাবনি নেই
কিন্তু রাতারাতি তারা নিজেদের খরচে
দীর্ঘ এক রাস্তা বানিয়ে ফেলেছে।
কিন্তু রাতারাতি তারা নিজেদের খরচে
দীর্ঘ এক রাস্তা বানিয়ে ফেলেছে।
অথচ সব লোক একা।
অলঙ্করণঃ সঞ্জীব
কোন মন্তব্য নেই