Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

হিপনোটিকা / অনিন্দ্য রায়

আত্মরক্ষা, ওপিঠে দর্পণ, নগ্নতা দেখবো  
               তত পরপাটি নেই
অথবা স্পর্শের শ্রমে ভেঙেছে বিম্বটির স্বাস্থ্য
তার গুঁড়ো তোমাকে মাখিয়ে দিতে
       প্রতিক্রিয়া আক্রান্ত হল

ত্যক্ত বসতের ধাঁধা, খিড়কি ও ভিক্ষুক, হোঁচটের তুমিই প্রেরণা
                       শ্যাওলাকে আরও বেশি সুহৃদ করেছ
যেন পিতার প্রেমিকা ম্লান আলো জ্বেলে বসে আছে

খড়ের বাদ্য সে
     এত ভীড় তবুও আঙুলে যথারীতি পাঁচ হল
আমার প্রথমবার, কাদামাখা, শামুকের ডৌল, হাহাকার
যা দেখেছি তারও উলটো আরেকটি সামাজিক আছে

অলঙ্করণঃ চিন্ময় মুখোপাধ্যায় 


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.