Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

বিরতি / সঞ্জীব চট্টোপাধ্যায়

ব্যক্তিগত বিরতিতে রাস্তাঘাট সমস্ত চরিত্রের পুনঃ নির্মাণে ব্যস্ত
কে কে সামিল হতে চাও আর এক বার এই নাটকীয় রাতে

ফেলে যাওয়া রুমাল, সোঁদা প্রেমের গন্ধ, আধ কাপ ব্ল্যাক কফি
বুড়ো আঙুল কাটা রক্তাক্ত প্রেমিকার ছবি সব কিছু পড়ে আছে
পড়ে আছে মেঘ থেকে পাওয়া সেইসব অভিমানী জলীয় বুদবুদ
আস্ত একটা জিরাফের গলার সিরিজ, উলঙ্গ চাঁদ, ধর্ষিত তারা,
গত এক বছরে যত দলীয় মিছিল গিয়েছিল তার শববাহী গাড়ি
আছে দুরন্ত বস্তির ছেলেগুলোর ক্রিকেট বল পলিথিনে বানানো


হাই স্ট্রিট ধরে হেঁটে গেলে পাবে ব্রিজ তার নীচে পড়ে ভ্রূণ
এর পর চৌমাথা
, ডান দিকে বেঁকে গেলে ক্যাথলিক চার্চ
ওখানে কাটা পড়েছে বৃদ্ধ, রক্ত শিরা উপশিরা পেতে পারো


এরপর পিছন ফিরে সাজাতে থাকো একে একে
বৃদ্ধকে ক্রসিং এ নিয়ে এসো, ওর কপালে লেখো সন্তান সুখ
ভ্রূণ নিয়ে চলে যাও আবাসনে যেখানে সম্পর্কের ডানা উড়েছিল
পলিথিনের বলের বদলে রাখো ক্যামবিস বল আর কিছু বই
চাঁদকে ঢেকে দাও, জিরাফের গলায় রাখো নারীর সম্মান
প্রেমিকার হাতে থাকুক ব্ল্যাক কফি চাইলে একটা ঠা
ণ্ডা পানীয়




অলঙ্করণঃ চিন্ময় মুখোপাধ্যায়


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.