হাঙর / দেবাশিস সাহা
বড় বড় দীর্ঘশ্বাস রঙের
ইউক্যালিপটাস গাছের মাঝে দাঁড়িয়ে
মা
ইট, কাঠ, পাথরে প্রাণ সঞ্চার করে
বিয়ে দিলেন,
সংসার সাজিয়ে
নাম দিলেন আশ্রম
ইউক্যালিপটাস গাছের মাঝে দাঁড়িয়ে
মা
ইট, কাঠ, পাথরে প্রাণ সঞ্চার করে
বিয়ে দিলেন,
সংসার সাজিয়ে
নাম দিলেন আশ্রম
আশ্রমের ভিতর অনেক আশ্রয়
গাছেরা এখানে ফল রাখে বাবার জন্য
পাখিদের মুখে মুখে চলে আসে আকাশ
আমার সঙ্গে সকাল-বিকাল
লুকোচুরি খেলে বাচ্চা বাচ্চা রোদ
ছায়াপিসি তো গরমকালে নিমগাছ
পাখিদের মুখে মুখে চলে আসে আকাশ
আমার সঙ্গে সকাল-বিকাল
লুকোচুরি খেলে বাচ্চা বাচ্চা রোদ
ছায়াপিসি তো গরমকালে নিমগাছ
বড় বড় ফাটলের
মাঝে
দিদি হলো কাটা ঘুড়ি
সারা শরীর জুড়ে মেঘ
চোখের উপত্যকায় বৃষ্টি উদ্যান
দিদি হলো কাটা ঘুড়ি
সারা শরীর জুড়ে মেঘ
চোখের উপত্যকায় বৃষ্টি উদ্যান
দিদির পিছুপিছু নানা রঙের অন্ধকার
হাঙরের মতো খেতে আসছে আশ্রমের আলো
অলঙ্করণঃ চিন্ময় মুখোপাধ্যায়
কোন মন্তব্য নেই