Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

হাইওয়ে ২ / সৌম্যজিৎ আচার্য

রাতে এরকম হয় হঠাৎ কয়েকজন ফোনে রিং করে
একজন বলে, আপনার সবচেয়ে অঘা কবিতাটা আমার ঈশ্বর
অন্যজন বলে ওঠে, আপনার কেটে দেওয়া শব্দই আমার পিম্পল
আপনার মাতলামোটা উফ্ দারুণ ...
কেউ চিবিয়ে বলে, তোর বাঁ পায়ে ময়াল সাপ জড়িয়ে দেব
কেউ সরাসরি প্রশ্ন করে, তোমার লিঙ্গে কি পালক জড়ানো?

রাতে এরকম হয় জঙ্গলের জানোয়ারগুলো ঘরে ফেরে
আর ঘরের ঝগড়া বাইরে বেরোয়
তবু এত অপেক্ষা রাতের জন্যই
কারণ কবিরা হাইওয়ের পাশে জন্মনো গাছ
রাতে আর ঘুমোতে পারে না
শাঁ শাঁ করে গাড়ি যায়, শব্দরাও 





অলঙ্করণঃ সঞ্জীব 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.