দুটি কবিতা / দেবলীনা চৌধুরী
পরিচয়
নকল অতিথি গুরুত্ব পায় আজকাল খুব !
ফুলদানিতে সাজিয়ে রাখা যায়...
গায়ে মাখতেও পারো।
আমি দরকারি ভাবে কিছু ছবি ইজারা নিয়ে
ছিলাম,
মনে রাখার জন্য -
ছোঁ দেওয়া হাভাতে প্রেম,
পারমানবিক চালচলন তোর...
নিজেকে গ্রহ করবো ভেবে
পরিষ্কার ভিখিরি হয়ে গেলাম মার্জিত ঠিকানায়-
ভালো বাসবি এবার?... আবার ওই নাম ধরে ?...।
পরিষ্কার ভিখিরি হয়ে গেলাম মার্জিত ঠিকানায়-
ভালো বাসবি এবার?... আবার ওই নাম ধরে ?...।
প্রতি
প্রশ্নে উত্তর লেখার জন্য
কিছু কালবৈশাখী রেখা নিয়ে আসি আমার কলকব্জায়...
কিছু কালবৈশাখী রেখা নিয়ে আসি আমার কলকব্জায়...
ঘুরে
দ্যাখো,
ডুব
দিতে চাও কি?
দোয়াতে
অথবা ক্ষীণ হয়ে আসা চিহ্নে
!
আমাকে
মানুষ হতে শিখিও না,
ভাঁড়
লাগে নিজেকে ওই স্রোতে –
সবাই
বলে,
ঘোড়া
হও,
অনুশীলন
করো...
আমিও
দৌড়াচ্ছি -
বন্ধু
সঙ্গম
যাপন...।
অলঙ্করণঃ নচিকেতা মাহাত
কোন মন্তব্য নেই