Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

বাঁশি / পাপড়ি গুহ নিয়োগী

জ্যোৎস্নার অতীত সেই গাছ যার তলে প্রিয়তম বাঁশি বেজেছিল
হা কৃষ্ণ হা কৃষ্ণ তুমি কোথায়, হারালে কোথায়, কোথায় গায়ে আমার শিহরণ কই
চিঠির বাক্স থেকে মাছির ভনভন চাঁদ হাসে চমৎকার গোপিনীরা হাসে

কোটরে কোটরে পাখি ঠোকরায় যেন সে তবলার বোল মেলে ধরছে বাতাসের গায়ে
আমি উড়ে বসি মেঘ মণ্ডলে আমি জ্যোৎস্নার কাক টিয়াপাখি ফিঙেদের ইলেকট্রিক তার
মিছিমিছি দেখি কৃষ্ণ হরিণের রূপ ছুটে সে চলেছে রাখালের মুথা ঘাসে চাঁদের বাগানে
হা কৃষ্ণ হা কৃষ্ণ তুমি কোথায়, হারালে কোথায়, কোথায় গায়ে আমার শিহরণ কই

জ্যোৎস্নার অতীত সেই গাছ যার তলে প্রিয়তম বাঁশি বেজেছিল




অলঙ্করণঃ নচিকেতা মাহাত







কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.