বৃষ্টি / আবির লাল মুখোপাধ্যায়
কিছু
সময় গান পড়ে থাক
কাল দুপুরের আকাশ থেকে বৃষ্টি নামুক ঝমঝমিয়ে।
বুড়ো শহর শালের গোড়ায় ভিজুক দহন দাবানলের...
ভিজুক কোনো নেংটা ছেলে ভিজুক পথের শালিক চড়াই
ভিজুক যারা দলে বলে অকারণের ঝান্ডা ওড়ায়।
ভিজতে ভিজতে এমন ভিজুক
ভিজুক যেন জল জমে যায়,
যে ছেলেটা আস্তাকুড়ের যে ছেলেটা টেবিল সাজায়
বৃষ্টি এসে জড়িয়ে ধরুক ওদের ছেঁড়া গেঞ্জি জামায়
বৃষ্টি এসে শুকনো গাছের শিকড় ভেজাক,
বৃষ্টি এসে ঘাম চুষে খাক তোমার আমার সঙ্গপনের
পারাপারের বৃষ্টি এসে বৃষ্টি আনুক শহর মনের।
বুড়ো শহর শালের গোড়ায় ভিজুক দহন দাবানলের...
ভিজুক কোনো নেংটা ছেলে ভিজুক পথের শালিক চড়াই
ভিজুক যারা দলে বলে অকারণের ঝান্ডা ওড়ায়।
ভিজতে ভিজতে এমন ভিজুক
ভিজুক যেন জল জমে যায়,
যে ছেলেটা আস্তাকুড়ের যে ছেলেটা টেবিল সাজায়
বৃষ্টি এসে জড়িয়ে ধরুক ওদের ছেঁড়া গেঞ্জি জামায়
বৃষ্টি এসে শুকনো গাছের শিকড় ভেজাক,
বৃষ্টি এসে ঘাম চুষে খাক তোমার আমার সঙ্গপনের
পারাপারের বৃষ্টি এসে বৃষ্টি আনুক শহর মনের।
অলঙ্করণঃ নচিকেতা মাহাত
কোন মন্তব্য নেই