Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

দুটি কবিতা / আশির ব্রত চৌধুরী

রং 

মেঘেরা আজ জোছনা ঢাকে 
সাদা রঙ্গে।
মেঘ কি জানে জোছনা আঁকে
জোছনার-ই রং

সারা অঙ্গে।

বৃষ্টিরা আজ ঝরছে যেন
ছন্দ ছাড়া।
এই তো আবার এই যেন নেই
বদলে হঠাৎ নিজের রং-ই
কেমন ধারা।

প্রেমের-ই রং যায় যে বদলে
হঠাৎ করেই।
এ যেন এক জগৎ রঙ্গের
আজকে আকাশ অনেক রঙ্গের
তোমার তরেই।



আজ 

ভাসিয়েছি যাকে ভাসানের দিনে
জৈত কল্যান রাগে
সে কেন আবার স্মৃতির পালকে
চারা ঘাস হয়ে জাগে।

বোঝা না বোঝার দ্বন্দ্বরা সব
সাদা খাতা জমা দেয়
জমাখরচের হিসাবের দেনা
মন থেকে তুলে নেয়।

সূর্য যখন পশ্চিম দিকে
রাত আসে কালো সাদা
ভাবনাগুলিকে স্বরলিপি দেখে
শেখাই যে গলা সাধা।

স্মৃতিতে হঠাৎ ভেসে আসে চোখে
মায়ের লাগানো কুঞ্জলতার পাতা
মন হয়ে যায় ছেলের আঁকার খাতা।

















ইচ্ছে আবার ধরেছে বায়না
ওড়াতে বাক্স ঘুড়ি
ছুঁতে চাই মাকে ধরেই ফেলেছি
স্বপ্নের হামাগুড়ি।






অলঙ্করণঃ নচিকেতা মাহাত

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.