বৈশাখ / নিলয় মাইতি
ছায়ার নিষেক দেখি।
শাপলাপানার মাথায়, যেমন
দুপুরের ঠোঁট অপেক্ষা করে,
অপেক্ষা করে পাশাপাশি রেললাইনের দাগ।
ছায়া দীর্ঘ হয় মানুষে, মানুষে
তারপর সব চুপ।
শাপলাপানার মাথায়, যেমন
দুপুরের ঠোঁট অপেক্ষা করে,
অপেক্ষা করে পাশাপাশি রেললাইনের দাগ।
ছায়া দীর্ঘ হয় মানুষে, মানুষে
তারপর সব চুপ।
অলঙ্করণঃ সঞ্জীব
কোন মন্তব্য নেই