Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

বনসাই / শম্পা মাহাত

জীবন যেন বনসাই তোমার কোলে,
মৃত্যু সেজে দাঁড়িয়ে আছে সংঘবদ্ধ ক্রোধ।
আমায় তবু আগলে রাখো কি এক ভাবাবেগে
ধন্য তোমার অসীম জীবনবোধ।
আমায় কি আর শাস্তি দেবে
ছুঁড়ে ফেলা ছাড়া! আমিও কি আর সাধ করে হই
এমন পাগলপারা। ছিন্ন কর বাঁধন তোমার,
ভিন্ন কর ভয়, যেভাবে সব ফিরে গেছে
সবার ঠিকানায়। আমার এসব সহজাত,
রোজের তালিকা, কষ্ট পেলেও
সামলে নেব নিবিড় প্রহেলিকা।




অলঙ্করণঃ নচিকেতা মাহাত

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.