Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

ভানুমতীর খেলা / কৌশিক গাঙ্গুলি

তার কথায় ভেঙে ফেললাম ঘরের পর ঘর,
তার কথায় হেসে হাততালি দিয়ে দেখালাম নাচ,
তবু সে হাতে রাখলো না হাত দিলো না আশ্রয়

একদিন চন্দ্রিমায় শ্যামা বোস্টুমির ভাঙা কুড়ের সামনে
তার হাতে তুলে দিয়েছিলাম মুক্ত সমেত ঝিনুক, আর
একদিন নিজের রক্তে কলম ডুবিয়ে লিখেছিলাম
দীর্ঘতম একটি চিঠি যার উত্তর পাইনি এখনও,
তবু চোখ বুজলে মুখ ভাসে তার, কি এক দহন জ্বালা
নিষ্ঠুরের মতন টানে আমাকে, পোড়ায় ,আমি খেলি
ভানুমতীর খেলা অসহায়, নিজেই জানিনা কি করে
বসি কথায় কথায় তবু সে হাতে রাথলো না হাত,
দিলো না আশ্রয়।




অলঙ্করণঃ চিন্ময় মুখোপাধ্যায় 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.