Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

মুক্তগদ্য / ডাঃ সায়ন্ন্যা দাশদত্ত

বিকশিত প্রীতি কুসুম হে
                                                 
 - আজ কাল পরশু আয়না দেখোনি বুঝি? 
- দেখিনিই তো? 
- সে কেমন হলো? রোদ্দুরটার জোয়ান বয়স . . . সেই থানাগোড়া থেকে ঘুরপথে কুলগাছটা ছুঁয়ে ফেলে . . . তোমার ফিতে ক্লিপে আর টিপের পাতায় হাজিরা দিয়ে . . . থিতু একটু ! কম হলো? 
- রোদ্দুর সরিয়ে রাখি। আমার জ্বালাপোড়া বুক 
- তুমি পুকুরঘাট হও অপেক্ষায় বসি 
- আমি জানিনে সে কেমনে হয় 
- মিথ্যে বলছো বেশ টের পাই ছায়া ফেলে কেমন ভাসতে শিখেছ আজকাল চোখ বুজলে মস্ত দীঘি . . . ছলাত্ ছলাত্ শব্দের চাক 
- আর তোমার পেনের বাক্স? 
- ও দিয়ে কি? 
- সেই যে লিখলে . . . অনবরত নিশান উড়ছে . . . লাল পেরিয়ে হলুদ, সবুজ . . . ছোট্ট মাছরাঙ্গা . . . রাসমঞ্চের ঈশান দিক . . . একটি সবুজ পানাভর্তি পুকুরে . . . হুড়মুড়িয়ে নেমে যাচ্ছে গোসাপ . . . উঁচুনিচু পিঠে অজস্র ক্ষতচিহ্ন . . . বিগ্রহেরগলায় তুলসী মালা . . .  
- লিখলাম 
- কতকিছু লিখি সব খুঁজতে যেওনা কখনো . . . মোরাম রাস্তা . . . বেলছাড়া সাইকেল . . . ছেঁড়া গোলপোস্ট . . . তিনটে তালগাছ . . . খানদশেক শালুক . . . কয়েকশ পা হাঁটা . . . এরপরই আগাছা . . . জঙ্গল . . . বুনোসাপ আর তার মরাখোলশ . . . কোথায় পেলে বিগ্রহ? 
- পেয়েছি ও জিনিস দেখতে অন্ধ হতে হয় অন্ধ হলে চোখে পড়েনা খোলশ. . . পালক . . . জঙ্গল 


- অন্ধ হবে? হয়েছো? কেমন লাগে চোখ হারালে?  
- চোখ হারালে . . . একটি জ্বালাপোড়া বুকে হাত রাখে . . . সকাল সন্ধ্যে অকারণ হাসি . . . কান্নাও হয় . . . অপেক্ষা . . . অভিমান . . . সেসবও . . . শেষমেষ একটি ধানজমি সেজে চিরদিন ফসল বুকে বসে থাকতে হয় ; আসমানী রং কাজলপরে  
- তবে তোমায় লিখবো যেদিন . . . কবিতা সেজে এসো বাকি জীবন ভালো রেখো শুধু 






২টি মন্তব্য:

  1. তবে তোমায় লিখবো যেদিন,কবিতা সেজে এসো
    আহা আহা,
    ধান জমি,পুকুর ঘাট,শীতল ছায়া,মন টা জুড়িয়ে গেলো সায়ন্ন্যা

    উত্তরমুছুন

Blogger দ্বারা পরিচালিত.