অন্তর্গত কথামালা / চন্দনকৃষ্ণ পাল
ধান আর দূর্বার সাথেই ছিলো তোমার
আশীর্বাদ
অসাধারণ মুদ্রায় তা নেমে এসেছিলো
মাথার ওপর
আর তোমার ঠোঁট নড়ছিলো আপন ছন্দে
নীরব মন্ত্রোচ্চারণ নিশ্চয়ই
আমাকে ঘিরে-
আমার ভবিষ্যৎ, আমার স্বপ্নময় দিনের ত্রিমাত্রিক
ছবিইতো ভাসতো তোমার মনোবনে,
মা-
কত দিন তোমার স্পর্শ থেকে দূরে
আমি!
জানি তোমার আশীর্বাদের ছায়াতলেই
আমার জীবন যাপন, তবুও তোমার স্পর্শহীন
আমার রাত্রিদিন কি এক আঁধারের
আলিঙ্গনে
মগ্ন থাকে অষ্ট প্রহর......
কোন মন্তব্য নেই