বসন্তরোগ / শুভ আঢ্য
রঙ জ্বালছি
পিদিমের তেল জুড়ে
কাল ন্যাড়াপোড়া হলে
ছাই,
পিদিমের তেল জুড়ে
কাল ন্যাড়াপোড়া হলে
ছাই,
চাপা আগুন, বিছানাপত্র
আর থাকতে দিচ্ছে না।
আর থাকতে দিচ্ছে না।
খালি ঢং আর ভান
ভাঙে নেশায় চড়ছি
ও বসন্ত!
রাস্তা রাঙানো কুকুর
দোল খাও, খেলো,
জড়ানো প্যাকেটের আবীর
পরিচিত মহল ছাড়া
পারছে না সামলাতে মুখের ব্রণ
সাইকেল
রিক্সার হুড
এ দিনে তোমার ইনকাম কত?
কি দিল বাজুবন্ধ ছাড়া
কয়েক সেকেণ্ড?
হোলি উল্লাসিনী
ফাগ, পরের বছর
রঙ বরষাবে, ভিজবে চুনরি আবার
সেই রঙ
সেই রংতোলা
রঙ্গ
তারপর ভুলে যাওয়া রং কল
‘ আপনি যে
নম্বরে ডায়াল করছেন,
সেটি পরিষেবা সীমার বাইরে ’
সেটি পরিষেবা সীমার বাইরে ’
অলঙ্করণঃ সঞ্জীব
কোন মন্তব্য নেই