Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

বিষাদের একদিন / অনির্বাণ ভট্টাচার্য

ভোরে বিষাদ পাপড়ির মত খোলে -
সারারাত কথা ছুঁড়ে বিভক্ত পায়রারা
সঁপে দেয় বুভুক্ষু শরীর -
কার্নিশে

বেলা হলে ওবেলা মাংসভাত
এবেলা হালকা দেখে কিছু,
বিষাদ তখন ফুটফুটে ছেলেটির বাথটবের মতই
একান্নবর্তী ...

দুপুরে ভাস্করের কবিতার মত
পরিপূর্ণ হাত পা মেলে, বিষাদ -
তীব্রতম আনন্দে ঝাঁপিয়ে পড়ে পড়শী বউটা,
বিষাদ তখন ভাতঘুমে, অনেকদূর ...

বিকেলে নাতিকে লালন করার মতই
বিষাদ, যেন বয়সী রেখা -
ঈষৎ বেঁকেচুরে গেলেও যা একদিন প্রকৃত গোধূলি ছোঁবে...

সন্ধেতে সে বৃন্দা নামের প্রতিটি ষোড়শীর লজ্জা,
অথবা বয়সের গাছপাথর বেয়ে
রোয়াকে ঠাম্মাদের ওম ...

নিজস্ব শ্বাপদের মত বিষাদ অনর্থক ডাকে,
তারপর ওপাশ ফিরে শক্ত হয়
মৃতবৎ গোলাপের মতো -
রাত কত হল?
মেলে না উত্তর




অলঙ্করণঃ সঞ্জীব 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.