চারটি কবিতা
দুটি কবিতা
মনোজ কুমার দে।
মনোজ কুমার দে।
সম্পর্ক
ঠিক যতটা নীচে নামলে
সিঁড়ি মেঝে হয়ে যায়,
ততটাই ওপরে উঠলে, ছাদ।
যা কিছু সমান্তরাল
সমঝোতা করে সাঁকো।
আমাদের বুকের বাঁ'দিক ঘেঁষে
বরং একটা উড়ালপুল হোক।
ঠিক যতটা নীচে নামলে
সিঁড়ি মেঝে হয়ে যায়,
ততটাই ওপরে উঠলে, ছাদ।
যা কিছু সমান্তরাল
সমঝোতা করে সাঁকো।
আমাদের বুকের বাঁ'দিক ঘেঁষে
বরং একটা উড়ালপুল হোক।
জন্ম
আমি পুর্নজন্মে বিশ্বাস করি না।
তবুও একবার
মরে যেতে ইচ্ছে করে।
আমার সমস্ত বিশ্বাসের ঊর্দ্ধে উঠে
যদি পারো
একটা অবিশ্বাস এঁকে দিও।
আমি পুর্নজন্মে বিশ্বাস করি না।
তবুও একবার
মরে যেতে ইচ্ছে করে।
আমার সমস্ত বিশ্বাসের ঊর্দ্ধে উঠে
যদি পারো
একটা অবিশ্বাস এঁকে দিও।
কবির অঙ্গরাগ
লিপিকা বিশ্বাস সাহা
কবিতায় দিনযাপন, কবিতার ঘরে বাস।
কবিতা আমার চৈত্রবুকে, জিরানকাটের রস।
কবিতার ক্যানভাসে আঁকিবুঁকি করি
আঠাশটি বসন্তের দীর্ঘ উপবাস, কবির অঙ্গরাগ।
মাঝেমধ্যে যদিও ..
অভিমানী-ভাটার টানে, পাঠকের মগ্নস্নানে
কবিতা মিলিয়ে যায় স্বপ্নের মতো।
মাছরাঙা ঝিম মেরে থাকে মধুমতি
তীরে।
তবুও কবিতার গর্ভে অক্ষর সাজিয়ে
রাখি তলে তলে
কবিতার আরও একটি ক্লোন সৃষ্টি
হবে বলে।
ত্রিসীমানা
ইন্দ্রাণী সরকার
ছায়াপথের ত্রিসীমানায় সে নেই
শুধু মরীচিকা, শুধু মরীচিকা
প্রতিভাস বিন্যস্ত পাহাড়ের কোলে
জ্যোৎস্নার থালায় একরাশ স্বপ্নের কারুকাজ
নিভৃতচারীর অদ্ভুত আলাপে মগ্ন
পৃথিবীর এককালীন ইতিহাস
কোন মন্তব্য নেই