তবুও মানুষ ফিরে যাবে / এম রহমান সবুজ
তবুও মানুষ ফিরে যাবে পুরনো
অসুখে
কথা দিলাম আমি ও ঘুমাবো চোখে রেখে
পোড়া অনঙ্গ তোমায় - মেয়ে।
আমি জানি জীর্ণ জাহাজ চেয়ে আছে
মাস্তুল তুলে ফেলে আসা চলাচলে।
যে গহীন জলে খেলা করে আজো
ক্ষীণায়ু জোনাকির আলো
নোনা জল, সমুদ্র বন্দর, কবুতরী - প্রলাপ - বিরহ।
নিশির ভেঙে পতঙ্গ সেজেছে
পোড়াবে যার দেহ
বলো, এমন কাঙ্গালিনী কোথায় রাখি
কারে তুলে দেই জেনে শুনে যাবজ্জীবনের পোড়াদহ।
কথা দিলাম আমি ও ঘুমাবো চোখে রেখে
পোড়া অনঙ্গ তোমায় - মেয়ে।
আমি জানি জীর্ণ জাহাজ চেয়ে আছে
মাস্তুল তুলে ফেলে আসা চলাচলে।
যে গহীন জলে খেলা করে আজো
ক্ষীণায়ু জোনাকির আলো
নোনা জল, সমুদ্র বন্দর, কবুতরী - প্রলাপ - বিরহ।
নিশির ভেঙে পতঙ্গ সেজেছে
পোড়াবে যার দেহ
বলো, এমন কাঙ্গালিনী কোথায় রাখি
কারে তুলে দেই জেনে শুনে যাবজ্জীবনের পোড়াদহ।
অলঙ্করণঃ মৌমিতা
কোন মন্তব্য নেই